ওসমানীনগরে অটিজম ও নিউরো  ডেভেলপমেন্টাল কর্মশালা অনুষ্ঠিত

ওসমানীনগরে অটিজম ও নিউরো  ডেভেলপমেন্টাল কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে অটিজম ও নিউরো- ডেভেলপমেন্টাল  প্রতিবন্ধকতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার উপজেলার মুহাম্মদ নুর মিয়া বালিকা বিদ্যালয়ে ন্যাশনাল একাডেমিক ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্ট  ডিজএ্যাবিলিটিজের (এনএএএনডি) আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা  প্রতিষ্ঠানের শিক্ষক, সকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও  অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার  সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার  চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয়পাল ঝলক, প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, শহীদ হাসান, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, ফয়ছল আহমদ, মলয় চক্রবর্তী প্রমূখ। 

কর্মশালায় সিলেট শিক্ষক প্রশিক্ষণ কলেজের সহযোগী অধ্যাপক ড.  দিদার আহমেদ, মেডিকেল অফিসার ডা. নাঈমা তামান্না এবং  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী প্রশিক্ষণ প্রদান  করেন।